ওয়েব ডেস্ক: হাওড়ার নাজিরগঞ্জের নিখোঁজ স্কুলছাত্রের দেহ মিলল মেটিয়াবুরুজের গঙ্গার ঘাটে।গতকাল স্কুল যাওয়ার নাম করে মিন্টু ও তার ৬ বন্ধু সাঁতরাগাছি রেলস্টেশনে সাইকেল জমা রেখে ফুলেশ্বরে বেড়াতে যায়। সেখানে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় মিন্টু।আতঙ্কে তার স্কুলব্যাগ সাঁতরাগাছি ঝিলে ফেলে দেয়। সাইকেল জমা রেখেই ফিরে যায় তারা পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সব সমস্যায় মুখ্যমন্ত্রী কেন? প্রশাসন কি ঠুঁটো জগন্নাথ?


পরে বাড়ির লোকেদের জেরায় ভেঙে পড়ে ঘটনার কথা স্বীকার করে তারা। মিন্টুর দেহ মেটিয়াবুরুডের গঙ্গার ঘাট থেকে উদ্ধার হবার পর খুনের অভিযোগ দায়ের করেন মিন্টুর আত্মীয়রা।ঘটনাটি নিছকই দুর্ঘটনা নাকি বন্ধুরাই খুন করেছে মিন্টুকে জানতে তদন্ত শুরু করেছেপুলিস।


আরও পড়ুন  সালিশিসভা বসিয়ে পাওনা টাকা আদায়ে চাপের জেরে আত্মঘাতী ব্যবসায়ী