ওয়েব ডেস্ক: মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল প্রচুর বোমা। উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জামও। গোপনসূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার হাদিনগরে হানা দেয় পুলিস। ঘটনাস্থলে পৌছেছে বম্ব স্কোয়াড। পুলিসের প্রাথমিক অনুমান, সীমান্ত এলাকায় বোমা তৈরি হত এই গোপন ডেরায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি পুলিস কর্তারাও। 


এদিকে, মালদা সীমান্ত এলাকায় টেলিফোন ট্যাপ করে জালনোট কারবারের দুই চাঁইকে গ্রেফতার করেছে এনআইএর বিশেষ টিম। উদ্ধার হয়েছে তিন লাখ নব্বই হাজার টাকার জাল নোট। ২০০০ টাকার জাল নোট চক্রে পাওয়া গিয়েছে বাংলাদেশ যোগ। (আরও পড়ুন-ভুল সন্দেহে নাতিকে নিয়ে হয়রান হুগলীর দম্পতি)