ওয়েব ডেস্ক: জানালার সামনে কুকর্ম। প্রতিবাদ করায় দুই বিএসএফ কর্মীকে বেধড়ক মারধর। ঘটনাটি হাওড়ার জগাছার জিআইপি কলোনির কেন্দ্রীয় সরকারি আবাসনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আক্রান্ত মহম্মদ হানিফের বক্তব্য, ফ্ল্যাটের জানলার সামনে এক যুবককে প্রস্রাব করতে নিষেধ করায় সে প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপরে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে তাঁর ওপর চড়াও হয়। তাদের লাঠির আঘাতে মাথা ফাটে ওই বিএসএফ কর্মীর। মহম্মদ হানিফকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর সহকর্মী জীতেন্দ্র সিং। হাসপাতালে নিয়ে গেলে মহম্মদ হানিফের মাথায় ৮টি সেলাই করেন চিকিত্‍সকরা।


আবাসিকদের অভিযোগ, কোনও নিরাপত্তারক্ষী না থাকায় বহিরাগতরা হামেশাই ভিতরে ঢুকে এধরনের কুকর্ম করে। প্রশাসনকে বার বার জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার জেরে জগাছার সরকারি আবাসনে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।