ওয়েব ডেস্ক : টোল ট্যাক্স দিতে হচ্ছে বেশি। চূড়ান্ত অসুবিধায় তিন জেলার বাস-মিনিবাস মালিকরা। এই অভিযোগে চলতি মাসের দুদিন বাস ধর্মঘটের ডাক দিলেন মালদার বেসরকারি বাস-মিনিবাস মালিকরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের আগেই যানবাহন থেকে অতিরিক্ত টোল ট্যাক্স আদায় করা হচ্ছে। এই অভিযোগে মালদা ও দুই দিনাজপুর জুড়ে দুদিন বেসরকারি বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দিল বাসমালিক সংগঠন। সবথেকে অসুবিধায় পড়ছেন লোকাল রুটে যারা বাস চালান । তাদের অভিযোগ, যাত্রীদের কাছ থেকে ভাড়ার বেশিরভাগটাই টোল ট্যাক্স দিতে চলে যায় ।


চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মালদা ডিপো থেকে প্রতিদিন প্রায় চারশো বাস-মিনিবাস তিন জেলার বিভিন্ন রুটে চলাচল করে। বেশিরভাগ যাত্রীই বেসরকারি যানবাহনের ওপর নির্ভরশীল। স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা। তবে গোটা বিষয় নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরও পড়ুন, শর্তসাপেক্ষে জামিন মন্দিরবাজার কলেজে ভাঙচুরে তিন অভিযুক্তের