ওয়েব ডেস্ক : খড়গপুরের মালঞ্চ রোডে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা চালাল তিন দুষ্কৃতী। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উত্তম দাস নামে ওই ব্যবসায়ীকে খুব কাছ থেকে দু রাউন্ড গুলি করে তিনজন। একটি গুলি লাগে তাঁর বুকে। রক্তাক্ত অবস্থায় উত্তম দাসকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খড়গপুর স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে, তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


ঘটনার সময় উত্তম দাসের পাশে ছিলেন সুনীল শর্মা নামে আরও একজন। তাঁর বুকেও গুলি লাগে। রাতেই তাঁকে কলকাতায় রেফার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আততায়ীরা মোটরবাইকে চড়ে এসেছিল। ঘটনার প্রতিবাদে আজ খড়পুরের মালঞ্চ রোডের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।