ওয়েব ডেস্ক: হুগলিতে ফের ব্যবসায়ী খুন। মঙ্গলবার রাতে পান্ডুয়ার দাঁপুরে জিয়ারুল রহমান নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সেই সময় তিনি কাজ সেরে মোটর সাইকেলে রামেশ্বরপুর থেকে বাড়ি ফিরছিলেন। তখনই খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীর মরদেহ আটকে বিক্ষোভ দেখান।


পুলিসের উচ্চপদস্থ কর্তাদের থেকে তদন্তের আশ্বাস মেলায় বিক্ষোভ উঠে যায়। জানা গিয়েছে, দীর্ঘ দিন সৌদি আরবে সোনা-রূপার ব্যবসা করার পর, সম্প্রতি নিজের শহরে ফিরেছিলেন জিয়ারুল। তারপর সেখানেই নিজের ব্যবসা করছিলেন তিনি।