ওয়েব ডেস্ক : গত কয়েকদিন ধরেই চলছিল চুরি। কোনও ভাবেই মিলছিল না চোরের খোঁজ। পুলিস তদন্তে নেমেও প্রথমটায় হিমসিম খায় চোর ধরতে। অবশেষে মিলল উপায়। CCTV-র ফুটেজ দেখে পাকড়াও হল চোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চিকিত্সায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার বোলপুর হাসপাতালে


বারুইপুরের  পুরাত ন বাজারের একটি ওষুধ দোকানের ঘটনা। বেশকয়েকদিন ধরেই নামী সংস্থার ওই ওষুধের দোকানে চুরি হচ্ছিল। CCTV এর ফুটেজ দেখে চিহ্নিত করা হয় দুজনকে। গতকাল ওই দুজন ক্রেতা সেজে ওষুধ কিনতে এলে তাদের ধরে ফেলে দোকানের কর্মীরা। শুরু হয় গণপ্রহার।  খবর পেয়ে বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে। দুজনকেই গ্রেফতার করেছে পুলিস