সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা, রণক্ষেত্র হয়ে উঠল বেলুড়
ওয়েব ডেস্ক: শক্তির আরাধনা নয়। বিদ্যার ঠাকুর তিনি। সরস্বতী পুজোর পরিবেশটাও এভাবে বদলে গেল। তাই তো, সরস্বতী পুজোর বিসর্জন ঘিরেও উত্তেজনা। বচসা-সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল বেলুড়। শূন্যে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। বিসর্জনে বাজনা বাজানো নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, ঝামেলা হঠাত্ করেই রাজনৈতিক রঙ নেয়। স্থানীয় এক সিপিএম সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর হয়।
ওয়েব ডেস্ক: ওয়েব ডেস্ক: শক্তির আরাধনা নয়। বিদ্যার ঠাকুর তিনি। সরস্বতী পুজোর পরিবেশটাও এভাবে বদলে গেল। তাই তো, সরস্বতী পুজোর বিসর্জন ঘিরেও উত্তেজনা। বচসা-সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল বেলুড়। শূন্যে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। বিসর্জনে বাজনা বাজানো নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, ঝামেলা হঠাত্ করেই রাজনৈতিক রঙ নেয়। স্থানীয় এক সিপিএম সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর হয়।
আরও পড়ুন আউশগ্রামে থানা ভাঙচুরের দায়ে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা
ভয় দেখাতে বহিরাগতরা শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের আবার দাবি, হামলা হয়েছে তাঁদের ওপর। এলাকা এখনও থমথমে। তদন্তে নেমেছে পুলিস। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়।
আরও পড়ুন রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব