ব্যুরো: শিক্ষায় নৈরাজ্য চলছেই। এবার পানিহাটি কলেজ। টোকাটুকিতে বাধা দেওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি। পুলিসি নিরাপত্তা নিয়ে আলোচনার সময় স্টাফরুমে ঢুকে মারধরের হুমকি দেন কলেজের এক সিনিয়র স্টাফ। অভিযোগ শিক্ষিকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলেজে প্রথম বর্ষের পরীক্ষা। আর সেই পরীক্ষায় চলছে অবাধে টোকাটুকি। বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি পেলেন শিক্ষক-শিক্ষিকারা। শুধু তাই নয়, শিক্ষিকাদের মারধরেরও অভিযোগ উঠল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। 


পুলিসি নিরাপত্তা নিয়ে আলোচনার সময়ই এক সিনিয়র স্টাফ স্টাফরুমে ঢুকে মারধরের হুমকি দেন বলে অভিযোগ করেন শিক্ষিকারা।


রাজ্যের শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত অরাজকতা চলছে। কলেজের মধ্যে থেকে যাঁরা এসবে মদত দিচ্ছেন, নির্দিষ্ট স্বার্থসিদ্ধিই তাঁদের লক্ষ্য। প্রতিক্রিয়া শিক্ষাবিদদের।


আতঙ্কিত শিক্ষক-শিক্ষিকারা ঘোলা থানায় অভিযোগ জানিয়েছেন। কলেজে নিরাপত্তা বাড়িয়েছে পুলিস। কিন্তু পুলিস দিয়ে কি টোকাটুকি বন্ধ হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।