এবার বর্ধমানে ফাঁস শিশু পাচারচক্র
রাজ্যের বিভিন্ন জায়গায় ফাঁস হচ্ছে শিশু পাচার চক্র। এবার বর্ধমানে চক্রফাঁস। বাহির সর্বমঙ্গলা পাড়ায় শিশু পাচারের সময় এক মহিলাকে হাতেনাতে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। ধৃত রওসানা বিবি JB মিত্র লেনের লাইফ নার্সিংহোমে আয়ার কাজ করে। দশ হাজার টাকায় এক দম্পতিকে শিশু বিক্রি করছিল সে। শিশুর কান্না শুনে রওসানাকে ধরে ফেলেন এলাকাবাসী।
ওয়েব ডেস্ক: রাজ্যের বিভিন্ন জায়গায় ফাঁস হচ্ছে শিশু পাচার চক্র। এবার বর্ধমানে চক্রফাঁস। বাহির সর্বমঙ্গলা পাড়ায় শিশু পাচারের সময় এক মহিলাকে হাতেনাতে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। ধৃত রওসানা বিবি JB মিত্র লেনের লাইফ নার্সিংহোমে আয়ার কাজ করে। দশ হাজার টাকায় এক দম্পতিকে শিশু বিক্রি করছিল সে। শিশুর কান্না শুনে রওসানাকে ধরে ফেলেন এলাকাবাসী।
আরও পড়ুন- শিশু পাচার চক্রের মূল পাণ্ডা বিমল অধিকারীর গতিবিধি সম্পর্কে কী বলছেন প্রতিবেশীরা?
বর্ধমান থানার পুলিস গিয়ে তাকে গণপিটুনির হাত থেকে বাঁচায়। রাতভর নার্সিংহোমে তল্লাসি চালায় পুলিস। নার্সিংহোমের দুই মালিক সাধন কুমার ঘটক ও আশা সন্ধ্যা মিত্রকে আটক করা হয়েছে। নার্সিংহোমটি সিল করেছে বর্ধমান থানা। ধৃত রওসানা বিবি জানিয়েছে, নার্সিংহোমের ম্যানেজার বিল্টু ওই সদ্যোজাতকে বিক্রির জন্য দিয়েছিল। বিল্টুর খোঁজ চলছে।