ওয়েব ডেস্ক: অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিস। পুলিসের গাড়িতে এসে পড়ল ক্ষুব্ধ জনতার ঢিল। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করল পুলিস।


ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে। তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে পশ্চিম খাঁ পুকুর সিএমডি প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের লোকজন অভিযোগ জানাতে যান প্রধান শিক্ষককে। সেখানেই শুরু হয় বচসা। এরপর ঘটনাস্থলে পৌছয় পুলিস। অভিযুক্ত শিক্ষককে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন গ্রামবাসীরা। সেই ঢিলই এসে পড়ে পুলিসের গাড়িতে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিস অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায়।