ওয়েব ডেস্ক : আলিপুরদুয়ারের চাঁপাতলি গ্রামে একটি পুরুষ  চিতাবাঘকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা। জানা গেছে, গ্রামের মধ্যে ঢুকে পড়ার পর বেশ কয়েকজনের ওপর হামলা চালায় চিতাবাঘটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হামলার জেরে গুরুতর আহত হন ছয় জন। এরপরেই চিতাবাঘকে ঘিরে ফেলে জনতা। চলে বেদম প্রহার । মারের চোটে মৃত্যু হয় চিতাবাঘটির।


আরও পড়ুন, "একমাত্র গরুই ঠিকঠাক মত শ্বাসক্রিয়া চালাতে পারে", মন্ত্রী উবাচ


'গায়ের জোরে জমি দখল', ভাঙড়ে ইন্ধন দিচ্ছে লালগড়-নন্দীগ্রাম আন্দোলনের সক্রিয় সংগঠন?


ভাঙরে জমি আন্দোলনে পুলিসের গুলি, গলায় গুলি খেয়ে মৃত্যুমুখী এক আন্দোলনকারী