ওয়েব ডেস্ক: পবন রুইয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য বারাকপুর আদালতে আর্জি জানাল সিআইডি। আর্জিতে সিআইডির তরফে জানানো হয়েছে, এর আগে দেখা করার জন্য চার বার নোটিস পাঠানো হয়েছিল রুইয়াকে। তবে নানা কারণ দেখিয়ে কোনওবারই হাজির হননি তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিস্ফোরক চিহ্নিত করে অসংখ্য প্রাণ বাঁচাল CRPF -এর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অ্যাক্সেল


এর আগে গ্রেফতারি পরোয়না এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন রুইয়া। হাইকোর্ট জানিয়েছিল, রুইয়ার বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে বার বার নোটিস দেওয়ার পরও না আসায় সিআইডি মনে করছে, তদন্তে সহযোগিতা করছেন না তিনি। জেসপে বড়সড় ষড়যন্ত্র হয়ে থাকতে পারে বলেও মনে করছে সিআইডি।


আরও পড়ুন জন্মদিনে জানুন কোহলি সম্পর্কে ৫ টি 'বিরাট' তথ্য