বিস্ফোরক চিহ্নিত করে অসংখ্য প্রাণ বাঁচাল CRPF -এর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অ্যাক্সেল

বিস্ফোরক চিহ্নিত করে অসংখ্য প্রাণ বাঁচাল CRPF -এর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অ্যাক্সেল। আজ ওড়িশার রায়গড়ে জাতীয় সড়কের ওপর একটি সন্দেহজনক প্যাকেট দেখে পাঠানো হয় CRPF-এর বম্ব স্কোয়াডকে। তল্লাসি চালানোর সময় ওই প্যাকেটটিতে বিস্ফোরক আছে বলে ইঙ্গিত দেয় স্নিফার ডগ অ্যাক্সেল।

Updated By: Nov 5, 2016, 08:19 PM IST
বিস্ফোরক চিহ্নিত করে অসংখ্য প্রাণ বাঁচাল CRPF -এর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অ্যাক্সেল

ওয়েব ডেস্ক: বিস্ফোরক চিহ্নিত করে অসংখ্য প্রাণ বাঁচাল CRPF -এর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অ্যাক্সেল। আজ ওড়িশার রায়গড়ে জাতীয় সড়কের ওপর একটি সন্দেহজনক প্যাকেট দেখে পাঠানো হয় CRPF-এর বম্ব স্কোয়াডকে। তল্লাসি চালানোর সময় ওই প্যাকেটটিতে বিস্ফোরক আছে বলে ইঙ্গিত দেয় স্নিফার ডগ অ্যাক্সেল।

আরও পড়ুন বেশি ভালো পেশি মানেই কী বেশি শক্তিশালী?

বিস্ফোরক বোঝাই প্যাকেটটি চিহ্নিত করার কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড শব্দে ফেটে যায় IED। প্রাণে বাঁচলেও, কুকুরটির চোখে এবং পায়ে আঘাত লেগেছে। কাছেই পশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্সা চলছে অ্যাক্সেলের। নিজের প্রাণ বিপন্ন করে এভাবেই রোজ রোজ অসংখ্য প্রাণ বাঁচানোর কাজের দ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে অ্যাক্সেলরা।

আরও পড়ুন সম্ভবত ‘ওয়েলকাম অফারের’ সময়সীমা বর্ধিত করছে না রিলায়েন্স জিও! জানুন কেন

.