ছাত্র খুনের তদন্তে আজ ডায়মন্ডহারবারে CID প্রতিনিধি দল
ডায়মন্ডহারবার ছাত্র খুনের তদন্তে আজ ফের নিহত ছাত্রের বাড়িতে গেলেন সিআইডির তদন্তকারীরা। ধৃত তাপস মল্লিককেও জেরা করবেন সিআইডির গোয়েন্দারা। এজন্য আজই ডায়মন্ডহারবার থানায় যাচ্ছে সিআইডির দল। প্রয়োজনে তাকে কলকাতাতেও নিয়ে আসা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর।
ওয়েব ডেস্ক : ডায়মন্ডহারবার ছাত্র খুনের তদন্তে আজ ফের নিহত ছাত্রের বাড়িতে গেলেন সিআইডির তদন্তকারীরা। ধৃত তাপস মল্লিককেও জেরা করবেন সিআইডির গোয়েন্দারা। এজন্য আজই ডায়মন্ডহারবার থানায় যাচ্ছে সিআইডির দল। প্রয়োজনে তাকে কলকাতাতেও নিয়ে আসা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর।
গত মঙ্গলবারের ওই নৃশংস হত্যাকাণ্ডে এখনও অধরা অভিযুক্তদের অনেকে। মূল অভিযুক্ত তাপস মল্লিককে জেরা করে তাদের সম্পর্কে তথ্য মিলতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। ঘটনার দিন ঠিক কী কী হয়েছিল, এ সম্পর্কেও ধৃত তৃণমূল নেতাকে জেরার সম্ভাবনা। পুলিসি জেরায় তাপস মল্লিকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বাকি অভিযুক্তদের খোঁজে গতরাতে কুলপির বিভিন্ন গ্রামে তল্লাসি চালায় পুলিস। যদিও হাতে আসেনি কেউ। প্রশ্ন উঠছে, তবে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? তা না হলে কীভাবে পুলিস পৌঁছবার আগেই, খবর পৌছে গেল অভিযুক্তদের কাছে এবং তাদের গা ঢাকা দিতে কোনও সমস্যাই হল না?
ডায়মন্ডহারবারে কৌশিক পুরকায়েতকে পিটিয়ে খুনের দিন, সে মদ্যপ অবস্থায় ছিলেন। সঙ্গীসাথীরাও মদ্যপ ছিল। পুলিসি জেরায় স্বীকারোক্তি তাপস মল্লিকের। তাপসের দাবি, মারধরের পর ঘটনাস্থলে পৌঁছয় সে। পরে সেই নাকি পাঁচশ টাকা দিয়ে হাসপাতালে পাঠায় কৌশিককে। আদালতের নির্দেশে আপাতত তেরো দিনের পুলিস হেফাজতে ধৃত এই তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতে বামনগাছি থেকে এক সঙ্গী সহ তাকে গ্রেফতার করে পুলিস। তাপস মল্লিককে জেরা করেই এই হত্যাকাণ্ড সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।