ওয়েব ডেস্ক : আচমকাই স্কুলের দুই ক্ষুদে পড়ুয়ার মধ্যে ঝগড়া। আর এই ঝগড়ার মধ্যেই একজন আরেকজনের চোখে পেন্সিলের খোঁচা মারে বলে অভিযোগ। চোখে পেন্সিলের খোঁচায় গুরুতর জখম হয়েছে প্রথম শ্রেণির ছাত্র পরিজ্ঞান চক্রবর্তী। ঘটনাটি কোচবিহারের সেন্ট মেরি স্কুলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনার জেরে অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। প্রশ্নের মুখে পড়েছে স্কুলের পরিচালন ব্যবস্থা। গোটা ঘটনা জানিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন পরিজ্ঞানের পরিবার।


আরও পড়ুন, নার্সিংহোমে বিস্কুটের পেটির মধ্যে উদ্ধার দুই সদ্যোজাত


পড়ুন, সিগন্যাল না মেনে গাড়ি চালানোর অভিযোগ পুলিসের স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে


পড়ুন, প্রশ্নের মুখে এসএসকেএমের অগ্নি নির্বাপণ পরিকাঠামো