আসানসোল : আসানসোলের সভায় তৃণমূলের নতুন সংজ্ঞা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলেন, T ফর টেরর, M ফর মওত আর C ফর করাপশন। এই তিন নিয়ে TMC। আসনসোল থেকেই এর জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, BJP মানে ভয়ানক জালি পার্টি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারদের স্টিং তো ছিলই তার উপরে ভোটের মুখে ভেঙে পড়ল উড়ালপুল। আক্রমণের জোড়া ফলায় রোজই তৃণমূলকে বিঁধছেন বিরোধীরা। বৃহস্পতিবার এই আক্রমণে নতুন মাত্রা দেন নরেন্দ্র মোদী। আসানসোলের সভা থেকে TMC -র ফুল ফর্মটাই বদলে দেন তিনি। চব্বিশ ঘণ্টার মধ্যে গতকাল সেই আসানসোল থেকেই মোদীকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


নারদ থেকে উড়ালপুল। দুষ্কৃতীরাজ থেকে সিন্ডিকেট। রাজ্যে এসে বারবার তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন মোদী। খোলাখুলি আক্রমণ করেছেন তৃণমূল নেত্রীকেও। তার জবাব দিলেন  মমতাও। দুর্নীতি ইস্যুতে বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি তার দলের কেউ টাকা নেয়নি।