ওয়েব ডেস্ক : কলেজ ছাত্রের হাতে নিগৃহীত হলেন এক শিক্ষক।  ঘটনাটি নদীয়ার।


নদীয়ার মাজদিয়ায় সুধীর রঞ্জন লাহিড়ি কলেজে এক ছাত্রের হাতে হেনস্থার শিকার হলেন এক শিক্ষক। ওই ছাত্রের অভিযোগ, শুক্রবার কলেজে ডিফেন্স স্টাডির মৌখিক পরীক্ষা ছিল।  পরীক্ষা চলাকালীনই বিভাগীয় শিক্ষকের গায়ে তৃতীয় বর্ষের ওই ছাত্র হাত তোলেন বলে অভিযোগ। এরপরই এই ঘটনায় কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ করেন নিগৃহীত শিক্ষক। অধ্যক্ষ জানিয়েছেন, অভিযোগপত্রটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। তবে কী কারণে, অভিযুক্ত ছাত্র ওই শিক্ষকের উপর চড়াও হন, তা এখনও জানা যায়নি।