ওয়েব ডেস্ক: দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। গতকাল দুপুরে কলেজের বি সি রায় হস্টেলের মেসে ওয়াটার পিউরিফায়ার বসানোকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। (২২ ঘণ্টা ধরে সিভিক ভলেন্টিয়ারের ইন্টারভিউ নেওয়া কি শারীরিকভাবে আদৌ সম্ভব?


দুটি সংগঠনের সমর্থকদের মধ্যে বচসা হয়। অভিযোগ, ওয়াটার পিউরিফায়ার বসাতে বাধা দেয় স্টুডেন্টস আসোসিয়েশন। বিষয়টি তখনকার মতো মিটে যায়। অভিযোগ,  রাত এগারোটা নাগাদ বেশ কয়েকজন TMCP সমর্থকের ওপর রড,  লাঠি নিয়ে হামলা চালায় স্টুডেন্ট আসোসিয়েশনের সমর্থকরা।  ঘটনায় কয়েকজন আহত হন।  আহতদের দাবি, কলেজে ও হোস্টেলের উন্নয়নের ফলে নিজেদের জমি হারাচ্ছে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এর জেরেই হামলা। যদিও স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বক্তব্য পাওয়া যায়নি।