ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জমা জলে বেড়েছে ভোগান্তি। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় মাটির দেওয়াল চাপা পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। বীরভূমের সিউড়িতে বাড়ি ধসে আহত হয়েছেন এক শিশু সহ তিনজন।লাগাতার বৃষ্টিতে বানভাসি বাঁকুড়া। সেতু ও রাস্তায় জল দাঁড়িয়ে গিয়ে বেশ কয়েকটি জাতীয় ও রাজ্য সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক


বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় সমস্যায় পড়েছেন নদিয়ার বাসিন্দারাও। হাঁসখালি বাজার, গোবিন্দপুরসহ বেশ কিছু এলাকায় জমে রয়েছে জল। ভীমপুরের কুলগাছি দক্ষিণ পাড়ায় ভেঙে গিয়েছে পঞ্চাশটি কাঁচা বাড়ি। বিদ্যুত্‍ নেই এলাকায়।জল জমেছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায়। জমা জলে নাকাল হচ্ছেন রামরাজাতলা, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষ। জলমগ্ন  উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বিস্তীর্ণ এলাকাও।


আরও পড়ুন  সেরা সুরা