অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক

Updated By: Aug 21, 2016, 07:05 PM IST
অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক

স্বরূপ দত্ত

গত ১৬ দিনে ষোলকলা পূর্ণ
আজ তবে অলিম্পিক শেষ
রিও থেকে প্রাপ্তী গোটাকতক নারী, বাকি সব শূন্য।

এত উন্মাদনা, বেটি খেলাও সব থেমে যাবে
কয়েকদিন শুধু থাকবে রেশ
নারী ফের একা রান্নাঘরে চোখের জলে গাল ধোবে।

বাঙালি ছিল হুজুগে, এখন গোটা দেশেরই শুধু হুজুগ
সোশ্যাল মিডিয়ার দারুণ, বেশ
এবার পদক জিততে কত কষ্ট মেয়ে খেলোয়াড়রাই বুঝুক।

আমেরিকা, ব্রিটেন, চিন, রাশিয়া ফের উঠে পড়ে লাগবে
ভারতবর্ষ আমাদের দেশ
হুজুগ কমলে, মেয়েরা খেললে, ফের দাঁত দেখিয়ে হাসবে।

সাক্ষী, সিন্ধু, দীপা, ললিতা সবাই সোনার মেয়ে
তালিকায় নাম আছে তো আরও অনেক
ওঁরাই দেশকে পদক জেতায়, সবাইকে খাইয়ে নিজে না খেয়ে।

তাও কিছু নারী আগামী চার বছর করে যাবে লড়াই
ভুলে যাবে পুরুষের বিবেক
সেই ওদের নিয়েই আমরা টোকিওতে করব বড়াই।

পিটি উষা, মালেশ্বরী, ওঁদের কবে আমরা কী দিয়েছি
ওঁরাও হাল ছাড়েনি
ওঁরা পারে না, ওঁরা পারবে না, এই বলে সমানে চেঁচিয়েছি।

পুরুষের দাপট আগে কত ছিল, সঙ্গে ছিল প্রমাণ
এবার পুরুষের শুন্য হাত
জানি না, এটা আনন্দের নাকি পুরুষেরও অপমান!

এতো গেল নারী পুরুষ, আছে আরও হতাশা
আজ তো অলিম্পিক শেষ
তাহলে আবার সেই চার বছরের অপেক্ষা।

টোকিওতে থাকবে আরও আধুনিকতার ছোঁয়া, সে যে বড় শহর
অলিম্পিক সেদিনও হবে, লোকে দেখবে
থাকবে না সেদিন ফেল্পস, উসেইন বোল্টের দৌড়, আর আদরের লিয়েন্ডার।

শুরুর আগে, আশা রোমাঞ্চ আর স্বপ্ন পূরণের মঞ্চ অলিম্পিক
আজ শেষের দিনে আকাশে কালো মেঘ
একটা দীর্ঘ নিঃশ্বাস আর চোখের কোণে জল চিকচিক।।

আরও পড়ুন পরকীয়া আর দেশাত্মবোধ এই দুটো সাবজেক্ট মেশালেই হিট সিনেমা, এটাই কি নতুন বলিউড ট্রেন্ড?

.