ওয়েব ডেস্ক: শিলিগুড়িতে সিপিএমের মিছিলে হামলা। আক্রান্ত স্বয়ং মেয়র অশোক ভট্টাচার্য। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। গতকাল রাতে মাটিগাড়ার বালাসন কলোনিতে সিপিএমের পার্টি অফিসে হামলা হয়। প্রতিবাদে আজ বালাসনে মিছিল করছিলেন অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার। আচমকাই মিছিলের ওপর হামলা চালায় কয়েকজন যুবক। ভাঙচুর চালানো হয় দোকানে। আক্রান্ত হন অশোক ভট্টাচার্যও। অভিযোগের তির তৃণমূলের দিকে।  হামলার ঘটনা জানানো সত্ত্বেও ব্যবস্থা নেয়নি পুলিস, প্রেস বিবৃতিতে অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় সিপিএমকেই কাঠগড়ায় তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরামবাগে আক্রান্ত প্রবীণ সিপিএম নেতা শ্যাম চক্রবর্তী। গতকাল রাতে আরামবাগ জোনাল কমিটির সদস্য শ্যাম চক্রবর্তীকে বেদম মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে। আরামবাগ হাসপাতালে ভর্তি রয়েছেন শ্যাম চক্রবর্তী। পা ভেঙে গেছে তাঁর। কোমরেও চোট পেয়েছেন তিনি। গতকাল রাতে এলাকার পঞ্চায়েত প্রধানের বাড়িতে গেছিলেন শ্যাম চক্রবর্তী। বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। মারধরের পর তাঁকে মাঠের মধ্যে ফেলে পালায়। অচৈতন্য অবস্থায় প্রায় দু ঘণ্টা মাঠের মধ্যে পড়ে থাকেন শ্যম বাবু। তারপর আরামবাগ থানার পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। যদিও পুরো ঘটনায় তৃণমূলের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ব্লক সভাপতি স্বপন নন্দী।