ওয়েব ডেস্ক : ভাঙড় আন্দোলনের আরও এক নেতা গ্রেফতার। শিয়ালদা স্টেশন চত্বর থেকে প্রদীপ সিং ঠাকুরকে গ্রেফতার করল পুলিস। প্রদীপ সিং ঠাকুর CPIML সেন্ট্রাল কমিটির সদস্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাঙড় অশান্তির পিছনে শর্মিষ্ঠার মতো প্রদীপের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। সরকারি কাজে বাধা, পুলিসকে বাধা, মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন, বিস্ফোরক রাখা, এমন নানা অভিযোগ। এর আগে এই সব অভিযোগে বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়।


গতকাল রাতে গ্রেফতার করা হয় শর্মিষ্ঠা চৌধুরীকে। তাপর ফের নতুন করে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। বোকডোবা, নতুনহাট, খামারাইট, উড়িয়াপাড়া, টোনা, মাছিভাঙার মতো জায়গায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন আন্দোলনকারীরা।


আরও পড়ুন, ভাঙড়ে গ্রেফতার মাওনেত্রী শর্মিষ্ঠা, জায়গায় জায়গায় অবরোধ