ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় কোমেনে বিধ্বস্ত বাংলাদেশের উপকূল এলাকা। ভোর সাড়ে পাঁচটায় বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় কোমেন আছড়ে পড়ে বাংলাদেশের চট্টগ্রামের ওপর। বিকেলেই কোমেন ঢুকবে এ রাজ্যে। ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলেমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


অপেক্ষাকৃত কম শক্তি নিয়ে কোমেন নদিয়া, মুশির্দাবাদ, উত্তর চব্বিশ পরগনার ওপর দিয়ে বয়ে যাবে। এর প্রভাবে দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া ও হুগলিতেও আগামিকাল ভোররাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহভর এই বৃষ্টি চলবে জানিয়েছে আবহাওয়া দফতর।