ওয়েব ডেস্ক : মালবাজারের খুনিয়া রেঞ্জের জঙ্গল থেকে বার্কিং ডিয়ার শাবক উদ্ধার।  খুনিয়া রেঞ্জের জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে হরিণশাবকটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন বন দফতরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বন দফতরের কর্মীরা গিয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে।  লাটাগুড়ির প্রকৃতি পরিচয় প্রাঙ্গনে হরিণ শাবকটির চিকিত্সা চলছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শাবকটির গলাতে আঘাত রয়েছে। তাকে অন্য কোনও পশু কামড় বসাতে পারে বলে মনে করছে পশু চিকিত্সকেরা।


আরও পড়ুন, সল্টলেকে বেপরোয়া অটোর দাপট যেন কমছেই না!


শিশু খুনে ৪০ বছরের কারাদণ্ড!