ওয়েব ডেস্ক: অসময়ে পাশে ছিলেন না বিধায়ক। ডেঙ্গিতে মারা গেছে ভাই। মৃত্যুর পর বিধায়ক বাড়ি পৌছতেই ক্ষোভ উগরে দিলেন মৃতের দাদা। আর দাদার ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।  শ্রীরামপুরের ৪ নং ওয়ার্ডের ঘটনা। এসেছিলেন ডেঙ্গিতে মৃতের বাড়িতে সহানুভূতি জানাতে। এমন পরিস্থিতি তৈরি  হবে তা হয়তো ভাবেননি রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রেস করতে গিয়ে গাড়ি দুর্ঘটনা মন্দারমণি সি বিচে


ডেঙ্গি আতঙ্ক শ্রীরামপুরে। ব্যতিক্রম নয় ৪ নং ওয়ার্ডও। গত কয়েকদিন ধরেই ডেঙ্গির সঙ্গে লড়ছিলেন অসিত দাস। ভর্তি ছিলেন একবালপুরের নার্সিংহোমে। পাশে থাকার আশ্বাস দেন এলাকার বিধায়ক আব্দুল মান্নান। কিন্তু, অসিতের দাদার অভিযোগ, আসল সময়ে দেখা মেলেনি তাঁর। 


শনিবার মৃত্য হয় অসিতের। রবিবার সকালে অসিতের বাড়িতে পৌছে যান কংগ্রেস নেতা। মাকে ফের একবার সাহায্যের আশ্বাস দিতেই ক্ষোভে ফেটে পড়েন দাদা। মেজাজ হারান মান্নানও। যদিও, কিছুক্ষণের মধ্যেই সামলেও নেন তিনি। পাল্টা তোপ দাগেন শ্রীরামপুর পুরসভার দিকে। শ্রীরামপুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষও।


আরও পড়ুন রানাঘাটে মরণোত্তর দেহদানের অঙ্গীকার সাংসদ মমতাবালা ঠাকুর সহ ১২৫ জন