ওযেব ডেস্ক : ক্রমেই ঘোরালো হচ্ছে বালুরঘাটের ডেঙ্গি পরিস্থিতি। ভয়ঙ্কর অবস্থা হাসপাতালগুলির। শুধু বালুরঘাট হাসপাতালেই চিকিত্‍সা চলছে চল্লিশ জন ডেঙ্গি আক্রান্তের। সাধারণ রোগী, ডেঙ্গি আক্রান্ত সব এখানে মিলেমিশে এক। প্রায় প্রতি ঘরেই জ্বর। গত বেশ কয়েকমাস ধরে ডেঙ্গি মারাত্মক চেহারা নিয়েছে বালুরঘাট শহরজুড়ে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বালুরঘাট হাসপাতাল এখন উপচে পড়ছে রোগীর ভিড়ে। বেড অমিল। মেঝেই ভরসা অনেকের। সাধারণ রোগী, ডেঙ্গি আক্রান্ত কোনও ফারাক নেই। সব এক। সবাই এক জায়গায়। হাসপাতাল সূত্রে খবর, ৪০ জন ডেঙ্গি আক্রান্তের চিকিত্‍সা চলছে বালুরঘাট হাসপাতালে। জায়গার অভাবে মেঝেতে রেখেই চলছে চিকিত্‍সা, স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার। স্থানীয়দের অভিযোগ, বালুরঘাট থানার পতিরাম ও চকভৃগু এলাকায় ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গি। অথচ নির্বিকার প্রশাসন।


যে হারে ছড়াচ্ছে ডেঙ্গি, তা ঘুম কেড়েছে স্বাস্থ্য দফতরের। কিন্তু ব্যবস্থা কোথায়? প্রশ্ন বালুরঘাটবাসীর।