ওয়েব ডেস্ক : আকাঙ্ক্ষা হত্যা মামলায় আদালত কক্ষে নাটক! উদয়নের আইনজীবী অরূপ ব্যানার্জি বলেন, তাঁর মনে হয় আকাঙ্ক্ষা আত্মহত্যা করেছে। উদয়ন নির্দোষ। তাঁকে মাঝপথেই থামিয়ে দেয় উদয়ন। বলে ওঠে, প্রথমেই সে কোর্টের কাছে স্বীকার করতে চায়, আকাঙ্ক্ষা শর্মা ওরফে শ্বেতাকে সে-ই খুন করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপর মক্কেলের জামিনের আর্জি জানান উদয়নের আইনজীবী। তখন বিচারক বলেন, উদয়নই তাঁর কাছে বলে গেছে যে, সে জামিন চায় না। উদয়নও জানায় এটাই সত্যি। বিচারক তখন  উদয়নের আইনজীবীর কাছে জানতে চান, তিনি কী নিজের মক্কেলের সঙ্গে কথা বলেননি?


উদয়ন বলে, তার আইনজীবী নাকি কোনও কথাই বলেননি তার সঙ্গে। আইনজীবী অবশ্য সে কথা অস্বীকার করেন। তাঁর দাবি, উদয়নের সঙ্গে কথা বলেই জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি।


দেখুন ভিডিও, একসঙ্গে ১০৪, মহাকাশে ইতিহাস গড়ল ইসরো


আরও পড়ুন, রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার একবালপুর CMRI, অবরোধ ডায়মন্ডহারবার রোড