ওয়েব ডেস্ক : ২৪ ঘণ্টার খবরের জের। মহম্মদবাজারে বালিঘাটে তদন্তে গেলেন খোদ DSP-DNT বীরভূম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযুক্ত OC-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে স্থানীয় কর্মীদেরই বালিঘাটে কাজ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বালিঘাট বিবাদে মহম্মদবাজার থানার OC-র বিরুদ্ধেই উঠেছে স্থানীয় মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। এরপরই তদন্ত শুরু হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পূর্বস্থলী কাঙ্কালকাণ্ডে গ্রেফতার আরও ৪


২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচার হতেই, নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে পাঠানো হয় DSP-DNT আনন্দ সরকারকে। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। মহম্মদবাজারের নরসিংহপুর ঘাটে বালি তোলা নিয়ে যত গণ্ডগোল। অভিযোগ, ঘাট মালিকদের স্বার্থরক্ষা করতে পুলিসই গ্রামবাসীদের হুমকি দিচ্ছে। খোদ থানার ওসি, গ্রামের মহিলাদের রেপ করানোর হুমকি দেন বলে অভিযোগ।