নোট বাতিলের জেরে খুশির হাওয়া বইছে ডুয়ার্সের সবজি হাটে
মাসের প্রথম রবিবারের বাজার । মাছ-মাংস কম কেনার উপায় নেই। বেশি না কিনলে মিলছে না দুহাজারের খুচরো। রীতিমতো নোটিস ঝুলিয়ে দিলেন মানিকতলার মাছ বিক্রেতারা। ফলে কেউ বেশি বেশি কিনলেন। মাসকাবারি সারলেন, কেউ নিরুপায় হয়ে রবিবারের ফর্দে কাটছাঁট করলেন ।
ওয়েব ডেস্ক: মাসের প্রথম রবিবারের বাজার । মাছ-মাংস কম কেনার উপায় নেই। বেশি না কিনলে মিলছে না দুহাজারের খুচরো। রীতিমতো নোটিস ঝুলিয়ে দিলেন মানিকতলার মাছ বিক্রেতারা। ফলে কেউ বেশি বেশি কিনলেন। মাসকাবারি সারলেন, কেউ নিরুপায় হয়ে রবিবারের ফর্দে কাটছাঁট করলেন ।
রোববার কলকাতার বাজারে যখন এই ছবি, তখন খুশির হাওয়া বইছে ডুয়ার্সের সবজি হাটে। মোদীর সার্জিকাল স্ট্রাইকে সবজির দাম একেবারে ধপাস। তাতে বেজায় স্বস্তি ক্রেতাদের।
২৫ দিন আগেও ডুয়ার্সের সবজি বাজারে ফুলকপি ছিল ৩০ টাকা পিস
এখম তা কমে ১০ টাকা
বেগুন ৪০ টাকা কেজি থেকে নেমে এসেছে ১৫ টাকা কেজিতে
গাজর ৬০ থেকে অর্ধেক হয়ে ৩০
আলুর দাম ২০ টাকা কেজি থেকে কমে হয়েছে ৮ টাকা কেজি
পেঁয়াজ ৩০ টাকা কেজি থেকে কমে এখন ১৮ টাকা কেজি
সবজির দাম অর্ধেক হয়ে গেলেও এটা ভাবার কোনও কারণ নেই, যে বিক্রেতারা লসে ব্যবসা করছেন। নোট বাতিলের পর থেকে শুনসান পড়েছিল বাজার। খদ্দের বলতে ছিল হাতেগোণা। মাস পয়লার পর প্রথম রবিবার ক্রেতারা ব্যাগ ভর্তি করে বাজার করায় খুশি ব্যবসায়ীরাও।