ওয়েব ডেস্ক: এবার একনজরে দেখে নেব জেলার কিছু নজরকাড়া পুজোর খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঊষাগ্রাম অনামিকা, আসানসোল
পঞ্চাশ বছরে পড়ল পুজো। প্যান্ডেল দিল্লির লোটাস টেম্বলের আদলে। থিমে সামাজিক বার্তা।


খলিসানী বালক সমিতি, চন্দননগর
পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা। বস্ত্র বিতরণ। সীমান্তে জওয়ানদের উদ্দেশেও প্রার্থনা মন্ত্রীর।


ঘুটগড়িয়া, বাঁকুড়া
শান্তিনিকেতন, মায়াপুর ও দক্ষিণেশ্বরের মিলিত আদলে তৈরি মণ্ডপ।


বড়জোড়া সর্বজনীন, বাঁকুড়া
এখানকার পুজোয় সাবেকিয়ানাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।


খাগড়াবাড়ি সর্বজনীন, কোচবিহার
একতাই শক্তি। এটাই থিম করে খাগড়াবাড়ির তিনটি ক্লাব একযোগে পুজোর আয়োজন করেছে।


নাট্য সংঘ সর্বজনীন, কোচবিহার
পুজো পড়ল ছেষট্টিতম বর্ষে। থিম বিহারের মধুবনী শিল্পকলা।


শান্তিকুটির ক্লাব, কোচবিহার
এই পুজো পড়ল বাহান্ন বছরে। থিম হিমালয়ের একটি মন্দির।


লীলাস্মৃতি ভবানী মন্দির, কোচবিহার
এবারের থিম পৃথিবীর সাত আশ্চর্য।


বিজয়নগর সেবা সমিতি, নৈহাটি
চৌষট্টি বছরে পড়ল পুজো। মণ্ডপসজ্জায় পাটের ব্যবহার।


নেতাজি সংঘ, পলতা
পঁচিশ বছরে পড়ল পুজো। থিম রোমের ভ্যাটিকান সিটি ও টেরেজার সন্তয়ন।


হরিসভা, ইছাপুর
পুজোর থিম পরিবেশ বাঁচাও।


অপূর্বপুর সর্বজনীন, সিঙ্গুর
পুজোর উদ্বোধন করলেন সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা।


নওপাড়া, খানাকুল
পুজোর থিম ফেসবুক।


আরও পড়ুন- প্রাণের বোধন ঘটিয়ে মানবিকতার বার্তা নার্সিংহোমের
 
 


বিবেকানন্দ পল্লি, আরামবাগ


পুজোর থিম ভারতের জাতীয় পাখি ময়ূর


হরিদেবপাড়া, শিলিগুড়ি
পুজোর থিম রাজবংশী লোকসংস্কৃতি মশান দেবতার পূজা।
 


আরও পড়ুন- ষষ্ঠী সকালে অকাল বোধন
 


শালকিয়া আলাপনী, হাওড়া
পুজোর থিম প্রাচীন দুর্গা।