মাত্র দেড়মাসেই  সকলকে বড় আপন করে নিয়েছিল দুর্গা। এবার তার বিদায় নেওয়ার পালা। ঝাড়গ্রাম ডিয়ার পার্কের সকলকে কাঁদিয়ে দুর্গা চলল জলদাপাড়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২১ ফেব্রুয়ারি খড়গপুর রেঞ্জের  আঙ্গারকুলির জঙ্গল লাগোয়া এলাকায় একটি  হস্তী শাবককে ঘুরে বেড়াতে দেখেন গ্রামবাসীরা। তারাই বনকর্মীদের খবর দেন।  জানা যায়, দিনকয়েক আগে নয়াগ্রামে এই বাচ্চাটির মায়ের মৃত্যু হয়েছে। তারপর থেকেই সে দলছুট। এরপরই তার নতুন ঠিকানা হয় ঝাড়গ্রাম  ডিয়ারপার্ক। পার্কের দুই কর্মী বাবুলাল আর সাহেবরামের দেখভালেই এরপর দুর্গার বেড়ে ওঠা। বৃহস্পতিবার সেই বাপের বাড়ি ছেড়ে যেন শ্বশুরবাড়িতেই রওনা দিল দুর্গা। ঝাড়গ্রাম ছেড়ে এবার তার গন্তব্য  জলদাপাড়া।


বাচ্চা হাতিটির ওপর বড় মায়া পড়ে গিয়েছিল সবার। তাই দুর্গার বিদায় সংবর্ধনার আয়োজনে খামতি  হয়নি এতকটুকুও। দুর্গার দুদিনের যাত্রাপথেও সঙ্গী  সেই সাহেবরাম। টানা আটচল্লিশ ঘণ্টার পথ। দুর্গাকে নির্বিঘ্নে জলদাপাড়ায় পৌছে দিতে রীতিমতো তত্‍পর বনকর্তারা।