আবহাওয়ার উন্নতি হওয়ায় রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্ধমান,বীরভূম,পূর্ব মেদিনীপুর, নদিয়ার বিভিন্ন এলাকা থেকে জল নামতে শুরু করেছে। তবে, এখনও ঘোরালো হুগলির খানাকুলের পরিস্থিতি।  ডিভিসির ছাড়া জলে মঙ্গলবার  বাঁধ ভেঙেছে রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের।  নতুন করে জল ঢুকছে খানাকুলের বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়ার উন্নতি হওয়ায় জল কমেছে ময়ূরাক্ষীর। ফলে বীরভূমের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। বৃষ্টি কমায় পূর্ব মেদিনীপুরের তমলুক, নন্দকুমার, ভগবানপুর, পটাশপুরের বিভিন্ন এলাকা থেকে জল নেমেছে। কিন্তু, এখনও বেহাল পাঁশকুড়া ও কোলাঘাট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে বন্যা নিয়ে রাজ্যকে পাল্টা জবাব ডিভিসির। বুধবার সেচ দফতরের সঙ্গে বৈঠকে ডিভিসি কর্তৃপক্ষ জানায়, জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিসি একা নেয় না। এরজন্য রয়েছে বিশেষ কমিটি। সেই কমিটিতে থাকেন রাজ্যের প্রতিনিধিরাও। রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়েও প্রশাসনকে আগাম সর্তক করা হয়েছিল বলে দাবি করেছে ডিভিসি কর্তৃপক্ষ।


২২ জুলাই বন্যা সতর্কতা ছিল ডিভিসির
জেলাশাসকদেরও জানানো হয়েছিল
আজ সেচ দফতরের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ডিভিসি কর্তাদের
১লক্ষ২০ হাজার কিউসেক জল ছাড়তে পারে
সর্বোচ্চ ছাড়া ৯০ হাজার কিউসেক
জল ছাড়ার সিদ্ধান্ত নেয় না
এরজন্য বিশেষ কমিটি আছে
রাজ্যের প্রতিনিধিরাও রয়েছেন কমিটিতে
পাল্টা জবাব রাজ্যকে
নদী সংস্কার না হওয়াও বন্যার কারণ