ওয়েব ডেস্ক: কার্যত বিরোধীশূন্য বিধানসভায় পাস হয়ে গেল শিক্ষা বিল। গতকালের ঘটনার জেরে আজ বিধানসভা বয়কট করেন বিরোধীরা। বিধানসভা চত্বরে তুমুল বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস। এরই মাঝে সভায় পাস হয়ে যায় বিল। বিধানসভায় গত অধিবেশনে বিল এনেও শেষ মুহুর্তে তা পেশ করেনি রাজ্য। কিছু পরিবর্তনের পর অবশেষে আজ সেই বিল আনা হয়।


আরও পড়ুন- রাজ্যে এবার একই দিনে জোড়া বাজেট!


শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতে, শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড সোজা রাখতেই এই বিল। আগামী ৬ মাসের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষক পদ পূরণের আশ্বাসও দেন তিনি। যদিও শিক্ষামন্ত্রীর মতে, শিক্ষকদের নিয়মানুবর্তিতা এবং দায়বদ্ধতার ক্ষেত্রে কিছু দুর্বলতা এখনও আছে।


আরও পড়ুন-  বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল মান্নানকে