বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল মান্নানকে

বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। গতকাল বিধানসভায় তুমুল গণ্ডগোলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিধানসভা থেকে সরাসরি তাঁকে নিয়ে গিয়ে, ভর্তি করাতে হয় হাসপাতালে। হার্টে ব্লকেজ থাকায়, টেম্পোরারি পেসমেকার বসানো হয়। রক্তচাপও ছিল অস্বাভাবিক বেশি।

Updated By: Feb 9, 2017, 12:58 PM IST
বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল মান্নানকে

ওয়েব ডেস্ক : বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। গতকাল বিধানসভায় তুমুল গণ্ডগোলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিধানসভা থেকে সরাসরি তাঁকে নিয়ে গিয়ে, ভর্তি করাতে হয় হাসপাতালে। হার্টে ব্লকেজ থাকায়, টেম্পোরারি পেসমেকার বসানো হয়। রক্তচাপও ছিল অস্বাভাবিক বেশি।

হার্টের আরও উন্নত মানের চিকিত্‍সার জন্যই আজ তাঁকে স্থানান্তরিত করা হল আরেক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, পাকাপাকিভাবে পেসমেকার বসানোর পক্ষপাতী ডাক্তাররা। আব্দুল মান্নানের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে।

আরও পড়ুন, বিধানসভায় হুলুস্থুলু, সাসপেন্ড করা হল আব্দুল মান্নানকে

.