ওয়েব ডেস্ক: ফের সমালোচনা, নাকি স্বসম্মানে পাস? প্রথম দফার দ্বিতীয় রাউন্ডে ফের পরীক্ষার মুখে কমিশন।কাল তিন জেলায় মোট একতিরিশ আসনে ভোট।  ভোট হবে পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া,বর্ধমানে। প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোট লড়াই তিন জেলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিম মেদিনীপুর
বাঁকুড়া
বর্ধমান
এবার এক নজরে দেখে নেওয়া যাক তিন জেলার
 ভোটের ব্রেকিং  পয়েন্ট


পশ্চিম মেদিনীপুর
-----------
ভোট হবে ১৩ আসনে
প্রার্থী সংখ্যা  ৬০
বুথ সংখ্যা ৩৬৮৯
আধা সেনা ১৭৬ কোম্পানি
রাজ্য পুলিস ৬৮২২


মেগা লড়াই
--------
নারায়ণগড়
সূর্যকান্ত মিশ্র(সিপিএম) বনাম প্রদ্যোত্‍ ঘোষ(তৃণমূল)
সবং
মানস ভুঁইঞা(কংগ্রেস) বনাম নির্মল ঘোষ(তৃণমূল)
কেশপুর
রামেশ্বর দোলুই(সিপিএম) বনাম শিউলি সাহা(তৃণমূল)
খড়গপুর সদর
জ্ঞান সিং সোহন পাল(কংগ্রেস) বনাম দিলীপ ঘোষ(বিজেপি)
গড়বেতা
সরফরাজ খান(সিপিএম)বনাম তৃণমূল আশিস চক্রবর্তী


বাঁকুড়া
-----
 মোট ৫৪ জন প্রার্থী
 বুথের সংখ্যা২৪২৮
 স্পর্শকাতর বুথ  ১৬০৬
 নিরাপত্তায় ১১৩ কোম্পানি আধা সেনা
 রাজ্য পুলিস ৫৩১৫  


ভোট যুদ্ধের মেগা লড়াই
--------
বিষ্ণুপুর  
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়(তৃণমূল) বনাম তুষারকান্তি ভট্টাচার্য(কংগ্রেস)
ওন্দা
অরূপ খাঁ(তৃণমূল) বনাম মানিক মুখার্জি(ফরওয়ার্ড ব্লক)
বড়জোড়া
সোহম চক্রবর্তী(তৃণমূল) বনাম সুজিত চক্রবর্তী(সিপিএম)


বর্ধমান
------
ভোট যুদ্ধের লড়াইয়ে কাল যুদ্ধে সামিল বর্ধমান।
গ্রাফিক্স
আসানসোল,দুর্গাপুর মিলিয়ে মোট ৯আসনে ভোট
প্রার্থীর সংখ্যা ৪৫
অতি স্পর্শকাতর বুথ- জামুড়িয়ার কেন্দা,রানিগঞ্জের বল্লভপুর,মহাবির কোলিয়ারি, থান্ডারি গ্রাম,বারাবানি ব্লক
মোতায়েন থাকছে ৫০৯৯ জন রাজ্যপুলিস
 
নজরকাড়া কেন্দ্র
------------
আসানসোল উত্তর
তৃণমূলের হয়ে লড়াইয়ে মন্ত্রী মলয় ঘটক
নজরে থাকবে পান্ডবেশ্বর।  জোর লড়াই তৃণমূলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বনাম সিপিএমের গৌরাঙ্গ চ্যাটার্জির। নিরাপত্তায় থাকছে আধাসেনা, রাজ্যপুলিস।  কমিশনের হয়ে  নজরদারিতে থাকবেন মাইক্রো অবসার্ভাররা।  
সবমিলিয়ে প্রথম দফার দ্বিতীয় পর্বের লড়াইজুড়ে টানটান উত্তেজনা তিনজেলায়। সকাল থেকেই তিন জেলার বুথের সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন চব্বিশ ঘণ্টা ডট কমে।