ওয়েব ডেস্ক: হাতি দেখতে বাগডোগরার কিরণ চন্দ্র চা বাগানে উত্‍সাহী মানুষের ভিড়। একটি বা দুটি হাতি নয়। একসঙ্গে প্রায় ৬৩টি হাতি দেখতে রীতিমত মেলা বসেছে চা বাগানের পাশে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা বন কর্মীদের।


 


আরও পড়ুন- জলে ভেসে যাচ্ছে মানুষ, বাঁচাতে এগিয়ে এল হাতি (দেখুন ভিডিও)


জানা গেছে প্রতিদিন বুনো হাতির দল ইসাপুরের জঙ্গল থেকে তোক্রিয়া জঙ্গলে যাতায়াত করে। একসঙ্গে নয়। বিভিন্ন দলে ভাগ হয়ে। সেই দৃশ্য দেখতেই ভোর থেকে বাগডোগরার ওই চা বাগানে ভিড় জমাচ্ছেন ৮ থেকে ৮০।


আরও পড়ুন- হাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে আফ্রিকায়!