ওয়েব ডেস্ক: ফেসবুকে এই ঘটনা প্রথম নয়, প্রতারণার লম্বা তালিকায় এটা হয়ত এক হাজার নম্বরে, কিন্তু টাকার অঙ্কে এই প্রতারণা অনেক ওপরে। ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিল ইংল্যান্ড নিবাসী হার্লি ডমিনিক। আর যার সঙ্গে প্রতারণা হয়েছে তিনি কোন্নগরের বাসিন্দা অনিতা চক্রবর্তী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৬-এ এপ্রিল ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল ইংল্যান্ড থেকে। তারপর তা এক ক্লিকেই অ্যাক্সেপ্টেড। বন্ধু থেকে আরও ভাল বন্ধু। মেসেঞ্জারে ঘণ্টায় ঘণ্টায় মেসেজ, ভারত আর ইংল্যান্ড যেন স্কেন্ডের মধ্যেই কাছাকাছি। ইংল্যান্ড থেকে বন্ধু হার্লি অনিতাকে গিফট পাঠিয়েছেন, আর সেটা নিতে বেসরকারি অফিসে চাকরিজীবী অনিতা হার্লির বলে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে ৩৫ হাজার টাকা জমা করেন, তারপর আরও, আরও...। 


এভাবেই চলতে থাকে, কিন্তু বন্ধুর গিফট আর হাতে এসে পৌঁছায়নি। যখন বুঝতে পারলেন যে সেই গিফট আর এসে পৌঁছাবেনা, প্রতারণার শিকার হয়েছেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ১০ লাখ টাকার ক্ষতি। অবশেষে কোন্নগর পুলিস ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন অনিতা। তদন্তের আশ্বাস দিয়েছে পুলিস।