ব্যুরো: ফেসবুকের দৌলতে বাড়ি ফিরল নিখোঁজ কিশোরী। অভিমানে দিন পনের আগে বাড়ি ছেড়েছিল বর্ধমানের এক কিশোরী। কিন্তু চাকরি খুঁজতে গিয়ে অসত্‍ সঙ্গের পাল্লায় পড়ে। পরে এক ফেসবুক বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরল বাড়ি ছাড়া কিশোরী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


সবে আঠারো। ফেসবুকে প্রচুর বন্ধুবান্ধব।কমেন্ট, লাইক, শেয়ারের গণ্ডি পেরিয়ে চ্যাট ফেন্ডের সংখ্যাও অগুনতি। সবাই বন্ধু। মনের কথা, রাগ-অভিমান-ইচ্ছা, অনিচ্ছা  অনায়াসে  আদানপ্রদান। সেই ফেসবুকের পরিচয়ের সূত্রে বাড়ি ছেড়ে অতলে তলিয়ে যেতে যেতে আবার ফেসবুকের সূত্র ধরেই বাড়ি ফিরলেন বর্ধমানের এক কিশোরী।  বাড়িতে রাগারাগি করে ঘর ছেড়ে বেরিয়ে যান। মালদার এক ফেসবুক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন।  উদ্দেশ্য চাকরি করে স্বাধীন হবে। কিন্তু মালদায় গিয়ে কিশোরী বুঝতে পারেন অসত্‍ সঙ্গে পড়েছেন তিনি। আবার সেই ফেসবুক। এবার জলপাইগুড়ির ময়নাগুড়ি। অনন্ত রায় নামে একজনের সঙ্গে কথা বলেন। ফোনেও কথা হয়।অবস্থা বেগতিক দেখে কিশোরীকে ময়নাগুড়ি আসতে বলেন অনন্ত। এবং তার আগেই পুলিস, গ্রাম পঞ্চায়েতের সাহায্যে মেয়ের বাড়িতে খবর দেন। য়নাগুড়ি আসেন কিশোরীর অভিভাবকরা। কিশোরী ময়নাগুড়ি পৌছালে, তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।