ওয়েব ডেস্ক : মালদহ জেলা পরিষদের দখল কি জোট শিবিরের হাতেই থাকবে? নাকি ক্ষমতার দখল নেবে তৃণমূল? সম্ভবত আজই তার উত্তর মিলবে। গতকাল দুই শিবিরের তত্পরতা ছিল চোখে পড়ার মতো। একদিকে তৃণমূলের দাবি, তাঁদের দলে যোগ দিচ্ছেন বাম-কংগ্রেসের অন্তত ১৬ জন সদস্য। তালিকায় রয়েছেন জেলা সভাধিপতিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মালদার জেলা পরিষদ নেতাদের দলবদল


শাসক শিবির বলছে, শুভেন্দু অধিকারী সময় দিতে পারেননি বলেই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গোপন বৈঠক করে জোট শিবিরের দাবি, সংখ্যাগরিষ্ঠতা তাঁদের হাতেই রয়েছে। মালদার কংগ্রেস নেতারা অবশ্য অন্য হিসাবে এই অঙ্ক মেলাচ্ছেন। গড় বাঁচাতে মুর্শিদাবাদের মতো এখানেও কংগ্রেসের ভরসা বামেরা। কংগ্রেস নেতাদের  দাবি,  যতজনের কংগ্রেস ছাড়ার কথা, ততজন দল ছাড়ছেন না।