ওয়েব ডেস্ক: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে 'কেষ্ট'র বিরুদ্ধে এফআইআর দায়ের করছে নির্বাচন কমিশন। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী বীরভূমের দাপুটে নেতার বিরুদ্ধে এফআইআর। সরকারি নির্দেশকে অমান্য করার জন্যই এফআইআর করা হবে বলে কমিশন সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃতীয় দফা ভোটের আগে অনুব্রত মণ্ডলের ওপর নজরদারি ছিল কমিশনের। বিরোধীদের অভিযোগ ছিল, "বীরভূমে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আর তার নেতৃত্ব দিচ্ছে অনুব্রত মণ্ডল"। বিরোধীদের অভিযোগের ভিত্তিতে ভোটের দিন কেষ্টকে নজরবন্দি করে কমিশন। এরপরও বিতর্কে জড়ান এই দাপুটে নেতা। ভোট দিতে গিয়ে জামায় তৃণমূলের প্রতীক লাগিয়ে ভোট দেন অনুব্রত মণ্ডল। অবশ্য এই বিষয়ে অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়িয়েছে তৃণমূলের শীর্ষনেতা ও রাজ্য সভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।