ওয়েব ডেস্ক : সিউড়িতে স্টেট ব্যাঙ্কের এটিএম ভেঙে লুঠের চেষ্টা। ভল্ট ভাঙতে না পারায় শেষ পর্যন্ত অবশ্য খালি হাতেই ফিরতে হয় দুষ্কৃতীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিউড়ি বিদ্যাসাগর কলেজের পাশে ওই এটিএমে ঢুকেই সিসিটিভি ক্যামেরার ওপর ব্ল্যাক টেপ লাগিয়ে দেয় তারা। তারপর ATM ভেঙে ফেললেও ভল্ট ভাঙতে না পারায় এ যাত্রায় রক্ষা পায়। যদিও এই ঘটনা ফের রক্ষীবিহীন ATM এর নিরাপত্তাহীনতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।


আরও পড়ুন, ছেলের সামনে মাকে বিবস্ত্র করে পেটাল জমি মাফিয়ারা


মুখ্যমন্ত্রী হাল ধরতেই শান্ত ভাঙড়, ফিরছে ছন্দে


পঞ্চায়েত এলাকায় জারি ১৪৪ ধারা, ৩দিন পর স্বাভাবিকের পথে রসপুঞ্জ