ওয়েব ডেস্ক : জঙ্গলে বেড়াতে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন? সেপ্টেম্বরের পনেরো তারিখের পর যান। কারণ, বৃহস্পতিবার থেকেই রাজ্যের জাতীয় উদ্যান এবং স্যানচুয়ারি গুলিতে বন্ধ হচ্ছে পর্যটকদের প্রবেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সময় উত্তরবঙ্গের বনাঞ্চলগুলিতে পর্যটকের ভিড় উপচে পড়ে। কিন্তু বন্যপ্রাণীদের প্রজননের কথা ভেবে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণেই এই তিন মাস পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন দফতর।


বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর উজ্জ্বল ঘোষ বলেন, রাজ্যের মুখ্য বনপালের নির্দেশে বনাঞ্চলগুলি বন্ধ রাখা হয়। ১৫ সেপ্টেম্বর থেকে বনাঞ্চলগুলিতে ফের প্রবেশাধিকার মিলবে পর্যটকদের।