ওয়েব ডেস্ক: বারাকপুরে পৃথক দুই পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। লালকুঠি মোড়ের কাছে প্রথম দুর্ঘটনাটি ঘটে। একটি গতিধারা ট্যাক্সির সঙ্গে ট্রাকের ধাক্কায় ২ যাত্রীর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় নিহতদের নাম বিপ্লব চক্রবর্তী ও সৈকত দে। জানা গিয়েছে দুজনেই বারাকপুরের চক কাঁঠালিয়া এলাকার বাসিন্দা। শুধু এটাই নয়, অতীন্দ্র সিনেমা হলের সামনে দ্বিতীয় দুর্ঘটনা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দুর্ঘটনার জন্য পাঁচজন পরীক্ষার্থীর এবছর আর মাধ্যমিক পরীক্ষাই দেওয়া হল না


ট্রাকের ধাক্কায় মারা যান গোপী হেলা ও রাজু সাউ নামে দুই বাইক আরোহী। দুজনেই ইছাপুরের কণ্ঠাহার এলাকার বাসিন্দা। ২টি ট্রাকের চালকই পলাতক। ট্রাকগুলিতে আটক করেছে টিটাগড় থানার পুলিস।


আরও পড়ুন  টাউনশিপ ঘোষণা করে বানতলা চর্মনগরীকে ঢেলে সাজাতে চায় রাজ্য