ওয়েব ডেস্ক: ডেঙ্গি চিকিত্‍সায় চূড়ান্ত অব্যবস্থা সরকারের অন্দরমহলে। একদিকে রোগ নির্ণয়ে কিটের আকাল। অন্যদিকে, কিটের অপচয় হয়। ডেঙ্গি নিরাময়ে রাজ্যের নোডাল হাসপাতাল বেলেঘাটা ID। সেখানকার স্বাস্থ্য পরীক্ষা করে কেন্দ্রীয় সংস্থা নাইসেড। তাদের কাছে IGM কিটের আকাল।


অন্যদিকে, রাজ্য সরকারি হাসপাতালগুলিতে IGM কিটই পর্যাপ্ত সংখ্যা রয়েছে। রোগীর ভিড় নেই। তাই ২০ থেকে ২৫টি রক্তপরীক্ষার পরেই এক একটি IGM কিট ফেলে দেওয়া হচ্ছে। যেখানে এক একটি কিট থেকে গড়ে ৯০টি নমুনা পরীক্ষা করা যায়। সোজা কথায় কিটের অপচয় হচ্ছে। এক একটি কিটের পাইকারি বাজারদর ২০ হাজার টাকা।