ওয়েব ডেস্ক : রং সাইডে গাড়ি চালানোর প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন করণদিঘি হাই স্কুলের প্রধান শিক্ষক। ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়ি মোড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতরাতে হাসপাতাল থেকে ওষুধ কিনে ফিরছিলেন নবনীল দে নামে ওই প্রধান শিক্ষক। একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। অভিযোগ, প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারতে থাকে মদ্যপ গাড়ি চালক  ও তার সঙ্গীরা। প্রধান শিক্ষককে মারছে দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তখনই শূন্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা।


আহত নবনীল দেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত গুরুতর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম গদাই দত্ত। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।


আরও পড়ুন, মূক-বধির সেজে অভিনব কায়দায় হাত সাফাই সল্টলেকে