ওয়েব ডেস্ক: ভোটের দিন খণ্ডঘোষে দুই সিপিএম কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব করল হাইকোর্ট। একসপ্তাহের মধ্যে রাজ্যকে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত।


ভোটের দিন খণ্ডঘোষে খুন হন সিপিএম কর্মী ফয়জল শেখ ও দুখীরাম ডল। পুলিস তদন্ত শুরু করার প্রায় দু মাস পরও ধরা পড়েনি কেউই। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন মৃতের পরিবারবর্গ। CBI তদন্তের আর্জি জানান তাঁরা। সেই মামলার শুনানিতে আজ রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে এক সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে।