উচ্ছেদের আশঙ্কায় বারুইপুর স্টেশনে হকারদের প্রতিবাদ মিছিল
উচ্ছেদের আশঙ্কায় বারুইপুর স্টেশনে প্রতিবাদ মিছিল করল হকাররা। চলতি বছরের জুলাই মাসেই হকার উচ্ছেদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর স্টেশন। ফের পুজোর আগে হকার উচ্ছেদ হতে পারে, এই আশঙ্কায় বারুইপুর স্টেশন আজ মিছিল হয়। হকারদের আশঙ্কা ছিল শনিবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। এই আশঙ্কায় স্টেশন অনেক দোকনই খোলেননি হকাররা। হকাররা জড়ো হওয়ায় স্টেশনে আরপিএফ কর্মীরাও যথেষ্ট সতর্ক ছিলেন। তবে শেষ পর্যন্ত কোনও ঝামেলা হয়নি।
ওয়েব ডেস্ক: উচ্ছেদের আশঙ্কায় বারুইপুর স্টেশনে প্রতিবাদ মিছিল করল হকাররা। চলতি বছরের জুলাই মাসেই হকার উচ্ছেদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর স্টেশন। ফের পুজোর আগে হকার উচ্ছেদ হতে পারে, এই আশঙ্কায় বারুইপুর স্টেশন আজ মিছিল হয়। হকারদের আশঙ্কা ছিল শনিবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। এই আশঙ্কায় স্টেশন অনেক দোকনই খোলেননি হকাররা। হকাররা জড়ো হওয়ায় স্টেশনে আরপিএফ কর্মীরাও যথেষ্ট সতর্ক ছিলেন। তবে শেষ পর্যন্ত কোনও ঝামেলা হয়নি।
আরও পড়ুন- স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্বস্ব লুঠ
কিন্তু হকাররা এখনও নিশ্চিন্ত হতে পারছেন না। সামনেই পুজো, এই সময় উচ্ছেদ করা হলে তাঁদের রুটিরুজি প্রশ্নের মুখে পড়ে যাবে।