শান্তিনিকতনের আকাশে আজ রং মিলান্তি
`ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল......` রবি ঠাকুরের মাটি। তাই এখানে দোলের রঙ একটু অন্যরকম। রাঙা মাটির গায়ে লাগে পলাশের ছোঁয়া। শান্তিনিকতনের আকাশে আজ রং মিলান্তি। নানা রঙের আবিরে রাঙা কবিগুরুর তীর্থে আজ শুধুই বাঁধনভাঙার উচ্ছ্বাস।
ওয়েব ডেস্ক : "ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল......" রবি ঠাকুরের মাটি। তাই এখানে দোলের রঙ একটু অন্যরকম। রাঙা মাটির গায়ে লাগে পলাশের ছোঁয়া। শান্তিনিকতনের আকাশে আজ রং মিলান্তি। নানা রঙের আবিরে রাঙা কবিগুরুর তীর্থে আজ শুধুই বাঁধনভাঙার উচ্ছ্বাস।
সকাল থেকেই শান্তিনিকেতনে বিশ্বভারতীতে দোল উত্সব শুরু হয়েছে। প্রভাতফেরিতে লেগেছে বসন্তের রঙ। গানে, কবিতায় বসন্ত বন্দনায় মগ্ন শান্তিনিকেতন। প্রতি বছরের মত এবছরও শান্তিনিকেতনের দোল উত্সবে সাক্ষী থাকতে ভিড় জমিয়েছেন অগুনতি মানুষ।
আরও পড়ুন, হাওয়ায় হাওয়ায় লেগেছে যে রং, দোল উত্সবে মাতল রাজ্য