ওয়েব ডেস্ক : আগামিকাল শপথগ্রহণ 'মমতা টু' মন্ত্রিসভার। মমতা ব্যানার্জি সহ ৪২ জন নতুন মন্ত্রী আগামিকাল রেড রোডে শপথ নেবেন। তার আগে একনজরে নতুন মন্ত্রিসভার কিছু গুরুত্বপূর্ণ তথ্য-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) জেলায় কোনও আসন জেতেনি দল, তাই মালদা থেকে নেই কোনও মন্ত্রী। মন্ত্রী নেই দার্জিলিং জেলা থেকেও।


২) এবারের মন্ত্রিসভায় থাকছে ১৭ জন নতুন মুখ। (বিস্তারিত পড়ুন)


৩) তবে বাদ পড়লেন ৯ জন। যাঁদের মধ্যে রয়েছে সুকুমার হাঁসদা, বেচারাম মান্না, সুদর্শন ঘোষদস্তিদার প্রমুখ। নেই উদয়ন গুহের নামও।


৪) শহরের মেয়রের দায়িত্বপালনের পর এবার মন্ত্রিত্বের গুরুদায়িত্ব বর্তাচ্ছে। মন্ত্রী হচ্ছেন 'দিদির কানন'।


৫) এবারের মন্ত্রিসভায় খেলার জগত্ থেকে স্থান পেলেন লক্ষ্মীরতন শুক্লা।


৬) মঞ্চে পারফর্ম অনেক করেছেন। এবার মন্ত্রিত্বে পারফর্ম করতে হবে ইন্দ্রনীল সেনকে।


৭) রাজনীতির ময়দানে তাঁকে চেনেন না সাধারণ মানুষ। মন্ত্রী হচ্ছেন মুর্শিদাবাদ থেকে জিতে আসা বিধায়ক জাকির হোসেন।


৮) একসময় মমতার বিরোধিতায় রাজপথে নেমেছিলেন। তবে তৃণমূলে নাম লিখিয়ে নির্বাচনে জিতেই পেলেন মন্ত্রিত্ব। মন্ত্রী হচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী।


৯) আশঙ্কা ছিল, তবে আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে ফের মন্ত্রী হচ্ছেন গৌতম দেব।


১০) 'চাষার ব্যাটা' রেজ্জাক মোল্লাও পেলেন দলবদলের 'পুরস্কার'।


বিস্তারিত মন্ত্রী তালিকা পড়ুন এখানে ক্লিক করে